Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ১৮-২৪ নভেম্বর ২০২৩: র‌্যালি ও আলোচনা সভা
Details
বিশ্ব এ্যান্টি মাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স সপ্তাহ-২০২৩।" সবাই মিলে এ্যান্টি মাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স প্রতিরোধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে  বিশ্ব এ্যান্টি মাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স সপ্তাহ-২০২৩ পালিত হয়।
উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ডা: নারগিস খানম স্যার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গাজীপুর; ডা: হেলাল আহমেদ স্যার, জেলা ভেটেরিনারি অফিসার, গাজীপুর,; ডা: সেলিম উল্লাহ, জেলা ট্রেনিং অফিসার; ডা: লিপি রাণী বসাক, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গাজীপুর; গাজীপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জনাব ডাঃ মোঃ আশরাফ হোসেন স্যার; অন্যান্য উপজেলা থেকে আগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ; উপস্থিত ছিলাম ডাঃ মোঃ মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন, গাজীপুর সদর; উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জনগণ; প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার; উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসারগণ, গাজীপুর সদর;  ভিএফএ, এফ এ/আই, অফিস সহকারী, এ আই টেকনিশিয়ানসহ প্রাণিসম্পদ বিভাগের সকল কর্মকর্তা কর্মচারিগণ।
# প্রাণিসম্পদ বিভাগ, গাজীপুর।


Attachments
Publish Date
22/11/2023
Archieve Date
22/11/2024